কাশ্মিরী মেয়ে খুঁজতে গুগলে ঝাঁপিয়ে পড়েছে ভারতীয়রা!

|

জম্মু-কাশ্মির বিভক্তির বিল পাশ হওয়ার পর ভারতে হঠাতই পাল্টে গেলো গুগল সার্চের ধারা। অধিকাংশ ভারতীয় কাশ্মিরী মেয়ে ও তাদের বিয়ের নিয়ম জানতে চাচ্ছে। সার্চে সবার উপরে রয়েছে কেরালা। তারপরেই রয়েছে কর্নাটক। এরপর দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গনা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ। এ খবর দিয়েছে আনন্দবাজার।

এছাড়া ঝাড়খণ্ড ও উত্তরাখণ্ড থেকেও সব থেকে বেশি গুগলে সার্চ করা হয়েছে কাশ্মিরী মেয়েদের।

সোমবার সন্ধ্যার পর থেকেই গুগল সার্চে সব কিছু ছাপিয়ে উপরে উঠে আসে কাশ্মির, খুব স্পষ্ট করে বললে কাশ্মিরী মেয়ে। কিন্তু কাশ্মিরী কন্যাদের বাইরের রাজ্যে বিয়ে করা নিষিদ্ধ ছিল নাকি? তথ্য বলছে, কোনও দিনই ছিল না। বিশেষ মর্যাদাপ্রাপ্ত জম্মু-কাশ্মিরের মেয়েরা তাদের রাজ্যের বাইরে বিয়ে করতেই পারতেন। কিন্তু সে ক্ষেত্রে বিয়ের পরে তারা বাপেরবাড়ির সব সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হতেন। জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেলে এই বঞ্চিত হওয়ার পর্বও বাতিল হবে। নিজের রাজ্যের বাইরে বিয়ে হলেও সে ক্ষেত্রে কাশ্মিরী কন্যারা পিতৃসূত্রে সম্পত্তির উত্তরাধিকারি থাকবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply