ফের বাড়লো স্বর্ণের দাম

|

মূল্যবৃদ্ধির দুই দিনের মাথায় আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।

দ্বিতীয় দফায়ও প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি।

ফলে এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ৫৫ হাজার ৬৯৫ টাকা। এর আগে ছিল ৫৪ হাজার ৫২৯ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ক্রমাগত স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে আন্তর্জাতিক বাজারে বর্তমানে গত এক দশকের মধ্যে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে জানিয়ে মঙ্গলবার স্বর্ণের দাম বাড়িয়েছিলো বাজুস।

এর আগে ২৪ জুলাই দাম বাড়ানো হয়। প্রতিবারই ভরিতে স্বর্ণর দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়ায় সংগঠনটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply