ডেঙ্গু, গুজব ও বাল্যবিবাহ মোকাবেলায় প্রধান শিক্ষকদের নিয়ে সমাবেশ

|

বগুড়া ব্যুরো
বগুড়ায় ডেঙ্গু, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক ‘প্রধান শিক্ষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। জেলার ১২ উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে দিনব্যাপী এই সমাবেশের আয়োজন করে বগুড়া জেলা পুলিশ। মঙ্গলবার শেরপুর উপজেলার পল্লী উন্নয়ন অ্যাকাডেমি-আরডিএ’র মিলনায়তনে আয়োজন করা হয় এই সমাবেশের।

পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে সমাবেশ বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, আরডিএ’র মহাপরিচালক আমিনুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাক্তার গওসেল আজম প্রমুখ।

সমাবেশে জেলা পুলিশের তরফ থেকে গুজবে বিভ্রান্ত না হয়ে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সমাবেশ থেকে ডেঙ্গুরোগ এবং বিভিন্ন ধরনের গুজবের ব্যাপারে শিক্ষার্থীদের সচেতন করার অনুরোধও জানান বক্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply