পটুয়াখালীর নৌ ও সড়কপ‌থে চাদাবাজি ও যাত্রী হয়রা‌নি ব‌ন্ধে পু‌লিশের টহল জোড়দার

|

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি
কোরবানী উপল‌ক্ষ্যে পটুয়াখালীর নৌপথ ও মহাসড়‌কে চাদাবা‌জি বন্ধসহ নাড়ীর টা‌নে গ্রা‌মের বাড়ী‌তে ফি‌রে আসা সাধারণ মানু‌ষের জানমাল রক্ষায় ক‌ঠোর নজরদারী ও টহল ব্যবস্থা জোড়দারের ব্যবস্থা নিয়েছে পটুয়াখালীর পু‌লিশ। মঙ্গলবার সকা‌লে পটুয়াখালী পু‌লিশ সুপা‌রের কার্যাল‌য়ে সকল শ্রেণি পেশা ও ব্যবসায়ী‌দের সা‌থে মত‌বি‌নিময় কা‌লে পু‌লিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান এসব কথা ব‌লেন।

তি‌নি ব‌লেন, আসন্ন ঈদ উপল‌ক্ষে মহাসড়‌কে কোন ধর‌নের চাদাবা‌জি কিংবা যাত্রী‌দের কাছ থে‌কে অ‌তি‌রিক্ত ভাড়া আদায় চল‌বেনা। এজন্য মহাসড়‌কে অ‌তি‌রিক্ত টহল ব্যবস্থা করা হ‌য়ে‌ছে। কোন পু‌লি‌শের বিরু‌দ্ধে কোন ধর‌নের অ‌ভি‌যোগ উঠ‌লে তা‌কেও ছাড় দেয়া হ‌বেনা।

তি‌নি ব‌লেন, বাসস্টান্ড ও লঞ্চঘা‌টে দূরদুরন্ত থে‌কে আসা যাত্রীরা যা‌তে কোন ভা‌বে হয়রা‌নির শিকার না হয় এবং অ‌তি‌রিক্ত ভাড়া আদায় করা না হয় সেজন্য বাস ও লঞ্চ কর্তৃপ‌ক্ষকে ক‌ঠোর নি‌র্দেশনা দেয়া হ‌য়ে‌ছে।

তি‌নি আ‌রো ব‌লেন, কোরবানী উপল‌ক্ষে যে‌কোন ধর‌নের অ‌নিয়‌মের জন্য য‌দি কোন মহল প্রভাব বিস্তার ক‌রে ত‌বে সরাস‌রি পু‌লিশ‌কে অব‌হিত করার জন্য আহ্বান।

মত‌বি‌নিময় সভায় শহ‌রের সুশীল সমা‌জের প্র‌তি‌নি‌ধি‌দের পাশাপা‌শি স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপ‌স্থিত ছি‌লেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply