চট্টগ্রাম কাস্টম হাউসের ৭ কর্মকর্তাসহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের ১৮ মামলা

|

শুল্ক ফাঁকির মাধ্যমে বিপুল অংকের অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের ৭ কর্মকর্তাসহ ২৪ জনের বিরুদ্ধে ১৮ টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারি পরিচালক শেখ গোলাম মাওলা, আফরোজা হক খান ও উপ সহকারি পরিচালক সহিদুর রহমান বাদি হয়ে চট্টগ্রাম কার্যালয়ে এসব মামলা দায়ের করেন।

৭ কাস্টমস কর্মকর্তা ছাড়া বাকি ১৭ আসামী সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারক।

দুদক কর্মকর্তারা জানান, আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্ট নানা সময়ে ভুয়া কাগজপত্র দাখিল করে মিথ্যা ঘোষণায় পণ্য ছাড় করেছে। এক পণ্যের ঘোষণায় অন্য পণ্য আমদানি করে বিপুল অংকের শুল্ক ফাঁকি দিয়েছেন এরা। আর এসব কাজে সহযোগিতা করেছে চট্টগ্রাম কাস্টম হাউসের এ সাত রাজস্ব কর্মকর্তা। তদন্তে মোট প্রায় ২ কোটি ৬৬ লাখ টাকা রাজস্ব ফাঁকি ও অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। আসামিদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চলছে বলে জানান দুদক কর্মকর্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply