দুই সপ্তাহের মধ্যে ৪র্থ বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

|

চলতি মাসে চতুর্থ দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। আজ মঙ্গলবার জাপান সাগরে ছোঁড়া হয় দু’টি ব্যালিস্টিক মিসাইল।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, প্রতিবেশী দেশের হোয়াংহায়ে এলাকা থেকে ছোঁড়া হয় ক্ষেপণাস্ত্রগুলো। তাদের দাবি, আন্তর্জাতিক নীতিমালার তোয়াক্কা না করে দু’সপ্তাহের কম সময়ের ব্যবধাণে ধারাবাহিক ৮টি স্বল্পপাল্লার মিসাইল পরীক্ষা করলো পিয়ংইয়ং।

সিউলের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ড অঞ্চলটিতে নতুনভাবে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করেছে।

এদিকে সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণের কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। মূলতঃ আঞ্চলিক সমুদ্রসীমায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক নৌমহড়া শুরুর প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে কিম জং উন প্রশাসন।

দক্ষিণ কোরিয়ার দাবি, সম্প্রতি হওয়া সমঝোতা আলোচনার শর্ত ভঙ্গ করা হচ্ছে মিসাইল পরীক্ষার মাধ্যমে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply