চাঁদা চেয়ে সাতক্ষীরা সরকারি কলেজের ১১ শিক্ষককে সর্বহারা পার্টির ফোন

|

নিজস্ব প্রতিবেদক
মোবাইল ফোনে সাতক্ষীরা সরকারি কলেজের ১১ জন শিক্ষককে হুমকি দিয়ে চাঁদা দাবি করেছে গোপন চরমপন্থি দলের ক্যডাররা। গত রোববার ও সোমবার কলেজ চলাকালে ০১৯৩৪৫০২৯০৪ ও ০১৯৯৯১৩৯৬৬২ নম্বর থেকে চাঁদা চাওয়া হয়।

এ ঘটনায় সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক বলাই চন্দ্র ঘোষ সাতক্ষীরা থানায় জিডি করেছেন (নম্বর ২৩০ তারিখ ০৫.০৮.১৯)।

জিডি থেকে জানা যায়, বাংলা লিংকের দুটি নম্বর থেকে কলেজের ১১ জন শিক্ষককে হুমকি দিয়ে চাঁদা চেয়েছে সর্বহারা পরিচয়দাতা সন্ত্রাসীরা। ফোনে বলা হয়- ‘জানেন তো আমরা সর্বহারা পার্টি করি। এজন্য আমাদের অনেক নেতাকর্মীকে আইনশৃংখলা বাহিনী হয় এনকাউন্টারে মেরে ফেলেছে, না হয় অনেককে গুলি করে আহত করেছে। এরকম অনেক নেতা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসা দিয়ে বাঁচানো দরকার। এজন্য চাই টাকা। কম পক্ষে ৩০ লাখ টাকা এখনই দরকার। আপনি কতটুকু দিতে পারবেন বলুন’।

আরও জানা যায়, বিভিন্নজনকে বিভিন্ন ভাষায় চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ছেলে মেয়ে অথবা স্ত্রীকে অপহরণ করা হবে বলে হুমকি দেয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply