আমার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ মিথ্যা: খালেদা জিয়া

|

তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগকে মিথ্যা অাখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার, রাজধানীর বকশীবাজারে বিশেষ আদালতে আত্মপক্ষ সমর্থনের বক্তব্যে এ কথা বলেন তিনি।  এর আগে সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার রাজধানীর বকশীবাজারে বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ জামিন আবেদন মঞ্জুর করেন।

আত্মপক্ষ সমর্থনের বক্তব্যে খালেদা জিয়া আরও বলেন,  আমি দুদক আইনের তালিকাভুক্ত কোনো অপরাধ করিনি বলে সুষ্পষ্ট জানিয়ে মতামত দাখিল করি, তারপরও কোনোরূপ দালিলিক প্রমাণ ছাড়া পনের দিনের ব্যবধানে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দাখিল করে। অথচ, আপনার আদালতে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

আমার দুর্নীতির সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই বা ছিল না। আমার বিরুদ্ধে প্রকাশ্যে মিথ্যা প্রচারণা করছে প্রধানমন্ত্রী এই মামলায় সাক্ষীদের বক্তব্য অসত্য ও ভিত্তিহীন।

২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুদক।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply