‘ভারতে ধর্মনিরপেক্ষতাকে হত্যা করা হয়েছে‌’

|

রাজ্যসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রস্তাবনায় জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা তুলে নেয়ায় দিল্লীতে বিক্ষোভ করেছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই-এম)।

সোমবার বিকেলে দিল্লীর সংসদভবন এলাকায় তারা এই বিক্ষোভ কর্মসূচী পালন করে।

একইসাথে ৩৭০ ধারা বাতিল ও গণতন্ত্র হত্যার প্রতিবাদে আগামী ৭ আগস্ট সমগ্র ভারতে সর্বাত্মক বিক্ষোভের ডাক দিয়েছে সিপিআই-এম।

সিপিআই-এম বলে, এর মাধ্যমে শুধু জম্মু-কাশ্মিরই ক্ষতিগ্রস্থ হলোনা বরং সমগ্র ভারতই ক্ষতিগ্রস্থ হলো। এই প্রস্তাব পাশের মাধ্যমে ভারতের সংবিধান, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।

এসময় তারা বলে, মোদী সরকার জম্মু-কাশ্মিরের জনগণের সাথে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply