সাকিবের দলবদল নিয়মবহির্ভূত: বিপিএল গভর্নিং কাউন্সিল

|

সাকিবের দলবদল নিয়মবহির্ভূত বলে আখ্যা দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। একই সাথে পুরানো সব নিয়ম বাতিল করে নতুন নিয়ম ও চুক্তি করতে হবে বলে জানিয়েছে আয়োজকরা।

কয়েক দফায় সভা কোরে অবশেষে বিপিএলের সব কিছু ঢেলে সাজানো সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। দলের সংখ্যা বাড়বে নাকি কমবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত না হলেও নতুন কোরে প্লেয়ার ড্রাফট করা হবে বলে জানায় তারা।

এদিকে রংপুর রাইডার্সে সাকিবের দলবদল নিয়মবহির্ভুত বলে জানায় আয়োজকরা। মূলত চিটাগং ভাইকিংস দল পরিচালনা করতে না পারায় আর ঢাকা ছেড়ে রংপুরে সাকিবের যোগদানেই জটিল হয়ে ওঠে বিপিএলের আসন্ন আসর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply