আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪০

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছে।

আজ রবিবার সকালে শৈলকূপা উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।

শৈলকূপা থানার ওসি বজলুর রহমান জানান, জেলার শৈলকূপা উপজেলার পাইকপাড়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ইউপি সদস্য ইসরাইল হোসেন ও সামাজিক মাতব্বর মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে শনিবার বিকেলে মতিয়ারের সমর্থক ৩ জনকে মারধর করে ইসরাইল হোসেনের সমর্থকরা। এরই জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ৪০ জন আহত হয়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর।

খবর পেয়ে শৈলকূপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply