ফিফা বর্ষসেরার দৌড়ে নেই ব্রাজিলের কেউই

|

বর্ষসেরা ফুটবলারের জন্য যেসব খেলোয়াড় মনোনয়ন পেয়েছেন তাদের তালিকা প্রকাশ করেছে ফিফা। সেই তালিকায় এবার কোনো ব্রাজিলিয়ানের স্থান হয়নি। এ খবরটি চমকে দিয়েছে অনেককেই।

সম্প্রতি ব্রাজিলের কোপা আমেরিকা জয় এবং লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গোলরক্ষক আ্যালিসন বেকার নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। এই দুই প্রতিযোগিতার পাশাপাশি ইংলিশ লিগের সেরা গোলরক্ষকের পুরস্কারটাও পেয়েছেন তিনি।

অনেকেই ভাবছিলেন, ১৯৬৩ সালে বর্ষসেরার পুরস্কার পাওয়া লেভ ইয়াশিনের পর এবার অ্যালিসনই হবেন ফিফা বর্ষসেরা হওয়া প্রথম গোলরক্ষক। কিন্তু সে আশা পূরণ হয়নি।

এদিকে, ফিফার এ তালিকায় আরো স্থান হয়নি নেইমার, বের্নার্দো সিলভা, ইংলিশ উইঙ্গার রহিম স্টার্লিংয়ের। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply