ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ১০

|

ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস ও নৈশ্য কোচের মুখোমুখি সংঘর্ষে ছাত্রসহ নিহতের সংখ্যা বেড়ে ১০-এ দাড়িঁয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার সকালে সদর উপজেলার খোচাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নিশাত বাসের চালক চায়না (৩৫), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিপুল চন্দ্র (৩৫), আব্দুল আব্দুর রহমান (৪৫), মোস্তফা (৪৫), তার স্ত্রী ফাতেমা বেগম (৪০), বীরগঞ্জ উপজেলার গলিরামের মঙ্গলী রানী (৭০), একই এলাকার মনেস্বরের স্ত্রী জবা (৩৫) ও আব্দুল মজিদ (৩৬), বালিয়াডাঙ্গী উপজেলার আনোয়ারা বেগম (৪০) ও কামরুনেছা (৩৮) ।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান গণমাধ্যমকে এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ডিপজল এন্টারপ্রাইজের বাসটি ঢাকা থেকে ছেড়ে ঠাকুরগাঁও যাচ্ছিল। আর নিশাত পরিবহনের বাসটি ঠাকুরগাঁও থেকে ছেড়ে দিনাজপুর যাচ্ছিল। খোঁচাবাড়ি এলাকায় পৌঁছালে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় দুই বাসের মধ্যখানে পড়ে যায় একটি মোটরসাইকেল ও একটি যাত্রীবাহী থ্রি হুইলার। সংঘর্ষে ঘটনাস্থলেই ছয়জন মারা যান।

আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। বাকিরা বংপুর হাসপাতালে মারা যান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply