ব্যক্তিগত উদ্যোগে ডেঙ্গু শনাক্তের কিট দিলেন মাশরাফী

|

নিজস্ব উদ্যোগে এবার ডেঙ্গু শনাক্তকরণের জন্য ৬০০ এনএস-১ কিট দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা।

বৃহস্পতিবার নড়াইলের জেলা প্রশাসকের কাছে তিনি এ সব কিট পাঠান।

ডেঙ্গু শনাক্তকরণে এসএনওয়ান, আইজিজি এবং আইজিএম এই তিনটি টেস্টের কিট সরকারিভাবে বরাদ্দ না থাকায় সদর হাসপাতালে ১০০ কিট দিয়েছেন মাশরাফী।

জেলা প্রশাসক আনজুমান আরা নড়াইল সদর হাসপাতালে ১০০ এবং লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ কিট হস্তান্তর করেছেন।

জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ৬০০ কিটের মধ্যে ২০০ হস্তান্তর করা হয়েছে, বাকি ৪০০ জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে। ডেঙ্গু সংক্রান্ত যে কোনো প্রয়োজনে এমপি মাশরাফি বিন মর্তুজা পাশে থাকার নিশ্চয়তা দিয়েছেন।’

নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুস সাকুর বলেন, ডেঙ্গু শনাক্তকরণে এসএনওয়ান, আইজিজি এবং আইজিএম এই তিনটি টেস্টের কিট সরকারিভাবে বরাদ্দ না থাকায় নড়াইল-২ আসনের এমপি ১০০ কিট সদর হাসপাতালে দিয়েছেন।’

সিভিল সার্জন ডা. আসাদুজ্জামান মুন্সি টনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে একটি মেডিকেল টিম প্রস্তুত আছে। হাসপাতালে নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে। ডেঙ্গুজ্বরে আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply