এক কেজি চায়ের দাম ৮৫ হাজার টাকা !

|

এক কেজি চা পাতার দাম ৮৫ হাজার ২৭১ টাকা। এখন পর্যন্ত বিক্রিত চায়ের মধ্যে এটিই সর্বোচ্চ মূল্য বলে ধরা হচ্ছে।

এরআগে আসামের গুয়াহাটিতে এক কেজি মনোহারী চা বিক্রি হয়েছিল ৬০ হাজার ৪৭৫ টাকায়। এবার একই রাজ্যের ডিব্রুগড় জেলার ‘মাইজান গোল্ডেন টিপস টি’ হাতে তৈরি এক কেজি চা ৮৫ হাজার টাকায় বিক্রি করে সেই রেকর্ড ভাঙলো।

বুধবার এ চা বিক্রি করে ‘মাইজান গোল্ডেন টিপস টি’। বিষয়টি নিশ্চিত করেছেন গুয়াহাটির চা নিলাম কেন্দ্রের সম্পাদক দীনেশ বিহানি।

তিনি বলেন, বুধবার এই প্রথম ৭০ হাজার ৫০১ রুপি (৮৫ হাজার ২৭১ টাকা) কেজিতে বিক্রি হলো মাইজান গোল্ডেন টি। এটিই এযাবৎকালের সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া চা। মোট এক লাখ ৪১ হাজার টাকায় দুই কেজি মনোহারী চা কেনেন এক গুয়াহাটির মুন্দ্রা টি কোম্পানি। বেলজিয়ামের ক্রেতার জন্য কোম্পানিটি তা কিনে নেন বলে আমরা জেনেছি।

এই চা ‘অর্থোডক্স’ চা বলে পরিচিত বলে জানান তিনি। তিনি যোগ করেন, এবার মাইজান গোল্ডেন টিপস চা বাগানে মাত্র ২ কেজি এই চা উৎপাদিত হয়েছে। এই চা উৎপাদনে প্রচুর সময় ও শ্রম লাগে। তাই সচরাচর তা উৎপাদন করা হয় না।

জানা গেছে, মাইজান গোল্ডেন টিপস চা নামের এই মনোহরী চায়ের রং কাঁচা সোনার মতো। এটি তৈরিতে কোনো প্রকার মেশিন ব্যবহার হয় না। আসামের শিবসাগর ও ডিব্রুগড় জেলায় এই চায়ের বাগান রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply