ব্যস্ত সড়কে আচমকা নেমে পড়লো বিমান!

|

ছোট বিমানটিতে আকাশে ভালোই উড়ছিলেন তিনি। হঠাৎ ফুয়েল সিস্টেমে দেখা দিলো গোলযোগ। কোনো উপায় না দেখে পাইলট উড়োজাহাজ নামিয়ে দিলেন মাঝ রাস্তায়।

গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।

তবে পাইলটের প্রশংসা প্রাপ্য। ঝুঁকি নিয়ে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করেছেন তিনি। ক্ষয়ক্ষতি হয়নি সড়কে কোনো গাড়িরও।

রাজ্যের নিরাপত্তাকর্মীরা জানায়, সিঙ্গেল-প্রোপিলার কেআর-২ এয়ারক্রাফটটি জরুরি ভিত্তিতে সড়কে ল্যান্ড করে।

জন্না বাতিসতে নামের একজন প্রত্যক্ষদর্শী জানায়, তেল শেষ হয়ে বিমানটি বন্ধ হয়ে যাওয়ার আগেই পাইলট সড়কে নামিয়ে আনে।

প্লেন অবতরণের ভিডিওটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, অবতরণের সময় প্লেনটি একটি প্রাইভেটকারের কাছাকাছি গিয়ে থামে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply