নৌ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল

|

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল করতে এবং দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির কথা বিবেচনায় রেখে নৌপরিবহন মন্ত্রণালয় এবং অধীন তিন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাহিদ-উল-মোস্তাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এবং নৌপরিবহন অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীরা এবার ঈদে ছুটি কাটাতে পারবেন না।

ঈদ উৎসব উদযাপন উপলক্ষে এবং বর্তমান বন্যা পরিস্থিতি বিবেচনায় ঘরমুখো এবং উৎসব শেষে কর্মস্থলে ফেরা মানুষের নৌপথে ঈদ যাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল লঞ্চ চলাচলের মাধ্যমে যাত্রী পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply