ফেরিতে স্কুলছাত্রের মৃত্যু: দুই তদন্ত দলের সাক্ষ্য গ্রহণ, শিক্ষার্থীদের বিক্ষোভ

|

সচিবের অপেক্ষায় কাঠালবাড়ি ঘাটে ফেরি ছাড়তে ৩ ঘণ্টা দেরি করার কারণে নড়াইলের কালিয়ার স্কুলছাত্র তিতাসের মৃত্যুর ঘটনার তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে নৌ-পরিবহন মন্ত্রনালয়ের ও দুপুরে মন্ত্রী পরিষদ বিভাগের দুটি তদন্ত কমিটি নড়াইলে আসে। কমিটি সদস্যরা তিতাসের পরিবারের সদস্য ও স্বজনদের সাক্ষ্য গ্রহণ করেন।

অপরদিকে তিতাসের বিদ্যালয়সহ উপজেলা সদরের বিদ্যালয় গুলোর শিক্ষার্থীরা তাদের সহপাঠীর মৃত্যুর জন্য দায়ীদের শাস্তির দাবিতে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করে।

সকাল ১০ টায় অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বনিকের নেতৃত্বে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি কালিয়ার ইউএনওর কার্যালয়ে পৌছলে সেখানে স্থানীয় লোকজনের ভিড় জমে যায়। এরপর সেখানে তিতাসের মা সোনমনি ঘোষ ও বোন তনিষা ঘোষসহ ওইরাতে কাঠালবাড়ি ফেরী ঘাটে তিতাসের সাথে অ্যাম্বুলেন্সে থাকা স্বজনরা উপস্থিত হন।

এরপর বিকেলে ২ মন্ত্রী পরিষদ বিভাগ কতৃক অতিরিক্ত সচিব মো. রেজাউল আহসানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিও একই ভাবে তিতাসের স্বজনদের শুনানি গ্রহণ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply