ডেঙ্গু: অভিজ্ঞতা জানাতে কলকাতার ডেপুটি মেয়র বাংলাদেশে আসছেন

|

ডেঙ্গু নিয়ন্ত্রণ ও নিরাময়ে কলকাতার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ শিগগীরই বাংলাদেশে আসবেন। পাশাপাশি, যত দ্রুত সম্ভব কার্যকর নতুন ওষুধ আনা হবে। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মেয়র বলেন, কোনো নির্দিষ্ট মৌসুমে নয়, সারাবছর ডেঙ্গু মোকাবেলায় কাজ করা হবে। ডেঙ্গুর মানসম্মত ওষুধ আনতে সরকারি বিধিনিষেধ তুলে দেয়ায় এখন যেকেউ কার্যকর ওষুধ আমদানি করতে পারবে। এসময়, ডেঙ্গু নিয়ে কোনো বাণিজ্য করা যাবে না বলে মন্তব্য করেন মেয়র।

উল্লেখ্য, গোটা দক্ষিণ এশিয়ায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করছে। তবে, এর মধ্যেও ব্যতিক্রম কলকাতা।অ সেখানকার ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম ও এর সফলতা আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply