পুলিশ মহাপরিদর্শকের নাম ভাঙ্গিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ১৫ জন গ্রেফতার

|

পুলিশ মহাপরিদর্শকের নাম ভাঙ্গিয়ে বিপুল পরিমান অর্থ আত্মসাতের অভিযোগে ভুয়া ডিবি ও জাল নোট চক্রের ১৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

তিনি বলেন, তাদের কাছ থেকে ৯০ লাখ ২০ হাজার টাকার জাল নোট, ২৬ লাখ ভারতীয় রুপি ও জাল নোট তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আসন্ন ঈদে পশুর হাটে এসব জাল টাকা ছড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল তাদের। গরু আমদানির জন্য ভারতেও এসব জাল টাকা ব্যবহার করতো চক্রটি।

এছাড়া, বিভিন্ন ব্যাংকে নিজেদের লোক দ্বারা তথ্য সংগ্রহের মাধ্যমে ডাকাতি করতো এই ডাকাত চক্রটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply