ডেঙ্গু ওষুধ আমদানি: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে হাইকোর্টের তলব

|

ডেঙ্গু ওষুধ আমদানি ইস্যুতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে আজ দুুপর দুইটায় তলব করেছেন হাইকোর্ট। আজ ডেঙ্গু ওষুধ আমদানি নিয়ে শুনানির সময় হাইকোর্ট এই আদেশ দেন।

এই সময় আদালত বলেন, সিটি করপোরেশন বলে সরকার করবে, সরকার বলে সিটি করপোরেশন ব্যবস্থা নিবে, এভাবে চলতে থাকলে ডেঙ্গু মহামারি আরও বাড়বে।

দুপুরে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন।

এডিস মশা নিধনে কার্যকর ওষুধ কেনো দুই মাস আগে আনা হলো না-তা’ নিয়ে প্রশ্ন তুলেছেন আদালত। নতুন ওষুধ কার্যকর কিনা আনার আগে তা নিশ্চিত হওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

আদালত বলেন, দুই সিটির টেকনিক্যাল টিম পুরোপুরি ব্যর্থ। সময়মত ওষুধ আসেনি এটা মন্ত্রণালয় নয় সিটি করপোরেশনের দোষ।

আদালত বলেন, সরকার ও সিটি করপোরেশন একই তবুও দুইজনের বক্তব্য দুই রকম। ডেঙ্গুর ওষুধ আমদানি ইস্যুতে স্থানীয় সরকার মন্ত্রণালের সচিবকে দুইটার সময় তলব করেছেন হাইকোর্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply