ডেঙ্গু: বরিশাল মেডিকেলে ২ জনের মৃত্যু

|

ব‌রিশাল ব্যুরো

বরিশালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২ রোগীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এরা হলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার নাসির খানের ছেলে আসলাম খান (২৪) ও পিরোজপুর জেলার কাউখালি উপজেলার গোসনতারা এলাকার আদম আলীর ছেলে সোহেল (১৮)।

হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে আসলাম ও রাত দেড়টার দিকে সোহেল হাসপাতালে ভর্তি হয়। তাদের দু’জনের অবস্থাই গুরুতর ছিল।

পরিবারের বরাত দিয়ে পরিচালক বলেন, তারা ডেঙ্গুতে আক্রান্ত হন ঢাকায় বসে। পরে গ্রামের বাড়িতে চলে আসেন। ধারনা করা হচ্ছে, তারা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরেও সঠিক চিকিৎসা নেন নি; যোগ করেন পরিচালক। শরীরে রক্তের চাপ দ্রুত কমে যাওয়ার তাদের মৃত্যু হয়েছে।

এদিকে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪ জন রোগী বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply