সড়কে দুধ ঢেলে প্রতিবাদ

|

পাবনা প্রতিনিধি
বিভিন্ন কোম্পানি দুধ সংগ্রহ বন্ধ করে রাখার প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খামারিরা সড়কে দুধ ঢেলে প্রতিবাদ করেছেন। সোমবার দুপুরে ভাঙ্গুড়া শহরের প্রবেশ মুখে অর্ধ শতাধিক খামারি দুধ ঢেলে এই প্রতিবাদ জানান। এর আগে তারা সেখানে ৩০ মিনিট ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এসময় শহরে প্রবেশকারী যানবাহন চলাচল বাধাগ্রস্থ হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন গ্রামের দুগ্ধ সমবায় সমিতির ব্যবস্থাপক ও খামারিরা বক্তব্য রাখেন।

জানা যায়, এই উপজেলায় বড় ও মাঝারি আকারের ৭৪৫টি দুগ্ধ খামার রয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ের খামারের সংখ্যা আছে প্রায় ২২’শ। এসব খামার থেকে দৈনিক গড়ে প্রায় ৬৫ হাজার লিটার দুধ উৎপন্ন হয়। মিল্কভিটা, ব্র্যাক, প্রাণ, আকিজ ও বারো আউলিয়া দুগ্ধ কোম্পানির ২৮টি ক্রয় ও শীতলিকরণ কেন্দ্র উৎপাদিত এ দুধের ৮০ ভাগ দুধ ক্রয় করে। কিন্তু বিভিন্ন কোম্পানি দুধ ক্রয় বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছে উপজেলার দুই সহস্রাধিক দুগ্ধ খামারি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply