ছবি তুলতে দিলেই গুগল দিবে ৫ ডলার

|

পিক্সেল ৪ ফোনের জন্য পরবর্তী প্রজন্মের ফেসিয়াল রিকগনিশান প্রযুক্তি তৈরি করছে গুগল। আর সেই গবেষণার কাজে তথ্য সংগ্রহের জন্য সম্পূর্ণ নতুন পদ্ধতি নিল মার্কিন কোম্পানিটি। সার্চ ইঞ্জিন কোম্পানির কর্মীরা নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে মানুষের মুখের ছবি তুলছেন। এর জন্য যে মানুষের ছবি তুলছেন তাকে ৫ ডলার দেওয়া হচ্ছে। তবে ছবি তোলার আগে যার ছবি তোলা হচ্ছে তার অনুমতি নিচ্ছেন গুগল কর্মীরা। নিউইয়র্ক ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক শহরে ফেসিয়াল তথ্য সংগ্রহের কাজ চলছে।

নতুন এই ফেস রিকগনিশান প্রযুক্তিতে পিক্সেল ৪ ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে। ২০১৯ সালের শেষে লঞ্চ হবে গুগল এর পরবর্তী পিক্সেল ফোন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে সেই দেশের রাস্তায় দাঁড়িয়ে গুগল কর্মীরা সাধারন মানুষের মুখের তথ্য সংগ্রহ করছেন।

সূত্র: গিজবট.কম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply