যুক্তরাষ্ট্রে প্রিয়া সাহার আশ্রয় চাওয়াই মিথ্যাচারের প্রমাণ: পররাষ্ট্রমন্ত্রী

|

যুক্তরাষ্ট্রে প্রিয়া সাহার আশ্রয় চাওয়াই প্রমাণ করে যে, ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি মিথ্যা তথ্য দিয়েছেন, আজ সন্ধ্যায় এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আবদুল মোমেন বলেন, রোহিঙ্গারা দীর্ঘ মেয়াদে থাকলে অস্থিরতা বাড়বে। রোহিঙ্গারা নিজেদের দেশে ফেরত না গেলে তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে না।

তিনি আরও বলেন, সমস্যা সমাধানে মিয়ানমার আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সংযুক্ত হতে আগ্রহী নয়। রোহিঙ্গা ক্যাম্পে যে সমস্ত প্রতিষ্ঠান রোহিঙ্গাদের থেকে যেতে উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্যে, ১৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের নারী প্রিয়া সাহা অভিযোগ করেন, বাংলাদেশ থেকে তিন কোটি ৭০ লাখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উধাও হয়ে গেছে। তার ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে, জমি কেড়ে নেয়া হয়েছে। মুসলিম উগ্রবাদীরা এটি করেছে বলেও তিনি অভিযোগ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply