ইতালির গবেষণা, গরু অক্সিজেন ত্যাগ করে : ত্রিবেন্দ্র রাওয়াত

|

ইতালির বিজ্ঞানীরা বলেছেন গরু তার নি:শ্বাসের সাথে ৮০% অক্সিজেন ত্যাগ করে এবার এমনটাই দাবি করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সম্প্রতি তার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় তিনি বলছেন গরুই একমাত্র প্রাণী যে নি:শ্বাসের সাথে অক্সিজেন গ্রহণ করে একইসাথে অক্সিজেন ত্যাগ করে। এ ভিডিও ভাইরাল হবার পরপরই তিনি আবার এমন মন্তব্য করে বসেন।

অপর এক বক্তব্যে তিনি দাবি করেন, গরুর গোবর ও মূত্র শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংসে কার্যকরী।

শুক্রবার বার্তা সংস্থা এএনআই এর সাথে এক সাক্ষাতকারে ত্রিবেন্দ্র ভেটেরনারী ও প্রাণীবিজ্ঞান কলেজ পাঠানগরের অধ্যাপক আর এস চৌচান এর উদ্বৃতি দিয়ে বলেন, ইটালীর বিজ্ঞানীরা এক গবেষণায় দেখেছেন গরু তার নি:শ্বাসের সাথে অক্সিজেন গ্রহণ করে এবং নিশ্বাস ত্যাগের সময়ও ৮০% অক্সিজেন ত্যাগ করে।

তিনি আরও বলেন, একজন মানুষের শরীরের বিদ্যুৎ তরঙ্গ ৬-৭ ফুট কিন্তু গরুর শরীরের বিদ্যুৎ তরঙ্গ ৪২ ফুট এমনটাই আমাদের বিশ্বাস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply