মেয়রদের কাছে রাব্বানীর প্রশ্ন, ভোট চাইবেন কীভাবে?

|

মশা নিধনে মেয়রদের সর্বশক্তি প্রয়োগের আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। ফেসবুক ওয়ালে ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরে মেয়রদের উদ্দেশ্য রাব্বানীর প্রশ্ন, ব্যর্থতার দায় মাথায় নিয়ে আপনারা আগামীতে ভোট চাইবেন কীভাবে? আর আমরাই বা আপনাদের জন্য কোন মুখে ভোট চাইবো?

শনিবার রাতে দেয়া রাব্বানীর স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো- 

সম্মানিত মেয়র মহোদয়গণ, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আপনাদের ভালোবাসার ম্যান্ডেট দিয়েছিলো। ঢাকাকে এডিস মশা মুক্ত রাখা আপনাদের দায়িত্ব। আজ ঢাকা শহরজুড়ে ডেঙ্গু রোগীদের আর্তনাদ আর অসহায় স্বজনদের হাহাকার। কোন হাসপাতালে বেড খালি নাই। আবাল-বৃদ্ধ-বনিতা সবাই চরম আতংকিত। গুজব নয়, এটাই সত্যি!

এমন ব্যর্থতার দায় মাথায় নিয়ে আপনারা আগামীতে ভোট চাইবেন কিভাবে? আর আমরাই বা আপনাদের জন্য কোন মুখে ভোট চাইবো??

বিনীত অনুরোধ, আগামীকাল থেকে অন্য সব কাজ তুচ্ছজ্ঞান করে মশা নিধনে সর্বশক্তি প্রয়োগ করুন, আমরা বাংলাদেশ ছাত্রলীগ পরিবার পাশে আছি যেকোনো প্রয়োজনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply