ফিল্ডিং বাজে হলে দলে জায়গা নেই!

|

শ্রীলঙ্কায় তিন ম্যাচ সিরিজের শুরুটা মোটেই ভালো হয়নি টাইগারদের। বাংলাদেশের অসহায় আত্মসমর্পণের ম্যাচে ব্যাটিং বা বোলিংয়ে পাশাপাশি উঠে আসছে ফিল্ডিং ব্যর্থতার কথাও। আজ বোর্ডসভা শেষে বিসিবি বস নাজমুল হাসান পাপন জানালেন, গত ম্যাচের পর ফিল্ডিং নিয়ে আর কী বলবো? এ রকম ফিল্ডিং কল্পনাই করা যায় না। ম্যাচে যে ভুল হয়েছে তা মানা যায় না। ফিল্ডিং বাজে হওয়ার জন্য কোচের কাছ থেকে জবাব চাওয়ার কথাও জানান বোর্ড সভাপতি।

অবশ্য, শ্রীলঙ্কা সিরিজে প্রধান কোচের দায়িত্বে থাকা খালেদ মাহমুদ সুজন মনে করেন, ফিল্ডিংটা টেকনিক্যাল কোনো ব্যাপার না। ভালো ফিল্ডিংয়ের মূলে হচ্ছে খেলার মাঠে ইনভলমেন্ট। ক্রিকেটারদের মাঠের ইনভলমেন্ট যদি আরও একটু ভালো থাকে তাহলেই ভালো হবে। ম্যাচে আমরা বেশ কিছু মিস ফিল্ডিং করেছি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের ফিরে আসতেই হবে।

এদিকে, বোর্ড সভাপতির সাফ কথা এখন থেকে দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও বিবেচনায় আনা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply