হঠাৎ সৈকতে আছড়ে পড়তে লাগলো কাদামাখা ঢেউ, পর্যটকদের মাঝে চাঞ্চল্য

|

পশ্চিমবঙ্গের বাঙালির প্রিয় দিঘা সমুদ্র সৈকত। সেখানে দাঁড়ালেই পায়ে এসে লুটোপুটি খায় সাদা ঢেউ। সবাই মিলে সমুদ্রে স্নান। সমুদ্র প্রতিবার বলে দেয়, ফের দেখা হবে। দিঘার সেই সমুদ্রেরই হঠাৎ রং বদল। যা পর্যটকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

দিঘার সমুদ্রের পানি আরব সাগরের মতো নীল নয়। কিন্তু, তাই বলে এমন কাদা-জলের মতো রংও তার নয়। বৃহস্পতিবার ওল্ড থেকে নিউ দিঘা, সর্বত্রই এই রং বদলের ছবি ৷ কিন্তু, দিঘার সমুদ্রের পানি কীভাবে এমন কাদা জলের চেহারা নিল ? এ নিয়ে পর্যটকদের মুখে আলোচনার ঢেউ।

গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে ওল্ড দিঘা এবং নিউ দিঘা, সর্বত্রই পানির এই রং বদল চোখে পড়ে। স্থানীয়রাও দাবি করেন, সমুদ্রের পানির এমন রং বদল অতীতে তাঁদের চোখে পড়েনি।

তবে স্থানীয় বাসিন্দাদের ধারণা, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে কোনওভাবে কাদা জল ভেসে এসে এই ঘটনা ঘটেছে। তবে আজ শুক্রবার সকালে অনেকটাই স্বাভাবিক হয়ে যায় সমুদ্রের জলের রং। পর্যটকরাও অনেকটা নিশ্চিন্ত হয়ে সমু্দ্রে নামেন। তবে সমু্দ্র উত্তাল হওয়ার আশঙ্কায় বার বার পর্যটকদের সতর্ক করে দেয় পুলিশ।

এদিকে ভারতের সংবাদমাধ্যম নিউজএইটিন জানিয়েছে, পানির এমন অস্বাভাবিক রং বদলের বিষয়টি খতিয়ে দেখছেন সমুদ্র বিশেষজ্ঞরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply