স্মার্টফোনের ব্যাটারির আয়ু বাড়াবেন যেভাবে

|

স্মার্টফোন ছাড়া যেন এক মুহূর্ত চলা দায়।আর ফোন যদি নষ্ট হয় তাহলে তো কথাই নেই। তাই স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহার করতে হলে তার যত্ন নিতে হবে। বিশেষ করে ব্যাটারি যেন অনেক দিন ভালো থাকে সেভাবে চার্ক করতে হবে।

সারাদিন ফোন ব্যবহার করতে গেলে তো ফোনের ব্যাটারি টিকে থাকা প্রয়োজন। স্মার্টফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর কিছু নিয়ম রয়েছে। এসব নিয়ম মেনে চললে আপনার ফোন অনেক দিন ব্যবহার করতে পারবেন।

আসুন জেনে নেই যেভাবে ভালো থাকবে স্মার্টফোনের ব্যাটারি।

১. ফোন চার্জে দেয়ার সময় ফোনের সঙ্গে দেওয়া চার্জারটি ব্যবহার করতে হবে।

২. ফোনের ব্যাটারি ১০% বা ৫% হলে চার্জ দিন। বার বার চার্জ দিলে ব্যাটারিতে চাপ পড়ে।

৩. ফোন সম্পূর্ণ চার্জ হলে চার্জার খুলে ফেলুন।

৪. ফোন সারা রাত চার্জে বসিয়ে রাখবেন না। এটি ব্যাটারির পক্ষে ক্ষতিকর ও বিপদজনক।

৫. ফোনের ব্যাটারি সেভার নামে অপশন আছে। ব্যাটারি কমের দিকে থাকলে সেই অপশনটি অন করে দিন।

৬.ফোনের পর্দার ব্রাইটনেস্ কমিয়ে রাখুন। চোখও ভাল থাকবে ও ব্যাটারিও দীর্ঘস্থায়ী হবে।

৭. ফোনের ডেটা প্রয়োজন মতো অন-অফ করুন। এতে ডেটাও সাশ্রয় হবে, ব্যাটারিও ভালো থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply