১৬ বছর পর ফাঁসি কার্যকরের ঘোষণা যুক্তরাষ্ট্রের

|

দীর্ঘ ১৬ বছর পর যুক্তরাষ্ট্রে কোনো আসামির ফাঁসি কার্যকর হতে যাচ্ছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকরের দিনক্ষণ ঠিক করার জন্য ব্যুরো অব প্রিজন্সকে (কারা কর্তৃপক্ষ) নির্দেশ দেয়া হয়েছে।

অ্যাটর্নি জেনারেল আরও জানান, এসব আসামিরা হত্যা, শিশু ও নারী ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত।

উইলিয়াম বার বলেন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নিকৃষ্টতম অপরাধীদের মৃত্যুদণ্ড দেয়ার পক্ষে। আইনের শাসন নিশ্চিত করতে বিচার বিভাগ বদ্ধপরিকর। আমাদের বিচারব্যবস্থা (অপরাধীকে) যে সাজা দেবেন, তা কার্যকর করতে ভিকটিম ও তাদের পরিবারের প্রতি আমরা দায়বদ্ধ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্ডিয়ানার টেরে হাউতি অঞ্চলের একটি কারাগারে খুন ও ধর্ষণের অভিযোগে সাজাপ্রাপ্ত পাঁচ আসামির শাস্তি কার্যকর করা হবে।

এর আগে ২০০৩ সালে ১৯ বছর বয়সী সেনাসদস্য ট্রেসি জয় ম্যাকব্রাইডকে হত্যার দায়ে লুইস জোনস জুনিয়র নামে উপসাগরীয় যুদ্ধে অংশ নেয়া ৫৩ বছর বয়সী এক সেনাসদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল যুক্তরাষ্ট্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply