কুকুরের কামড়ে গরুর মৃত্যু, পঞ্চায়েত প্রধান বরখাস্ত !

|

ভারতের মুজাফফরনগরে এবার পঞ্চায়েত হেফাজতে থাকা দুটি গরুর মৃত্যুর কারণ খুজতে ময়নাতদন্ত করা হয়েছে। এসময় ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী কুকুরের কামড়ে গরুগুলোর মৃত্যু হওয়ার দায়ে ঐ গ্রামের পঞ্চায়েত প্রধানকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

গরুর মৃত্যুর জন্য প্রশাসন পঞ্চায়েত প্রধান ও তার সদস্যদের দায়ী করলে পরবর্তীতে সে মৃত্যুর কারণ খুজতে ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। ময়নাতদন্তের পর জানা যায় কুকুরের কামড়ে গরুদুটির মৃত্যু হয়।

পশু সম্পদ কর্মকর্তা হেমন্ত কুমার বলেন, তিন সদস্য বিশিষ্ট ময়নাতদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী দেখা যায় কুকুরের আক্রমণেই গরুগুলোর মৃত্যু হয়েছে।

সম্প্রতি মুজাফফরনগরের ভোপা গ্রামে ঘটা এঘটনার একটি ভিডিও সোসাল মিডিয়ায় ভাইরাল হলে দেখা যায় গরুগুলোর উপর কুকুরের আক্রমনের চিত্র। এসময় দেখা যায় গরুর আশ্রমে পর্যাপ্ত নিরাপত্তাও ছিলনা।

এঘটনার দায়ে পঞ্চায়েত প্রধান রাভিন্দর নাগরকে প্রাণী আইনে শোকজ ও বরখাস্ত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট সিলভা কুমারী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply