ব্যাংকগুলোকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ

|

ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত দেশের উত্তর, উত্তর-পূর্ব ও উপকূলীয় অঞ্চল। মানবিক জীবনযাপন করছে বন্যা কবলিত অঞ্চলের মানুষ। তাই ব্যাংকগুলোকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, সার্বিক টেকসই উন্নয়নের লক্ষ্যে সিএসআর কার্যক্রমের আওতায় দেশের উত্তর, উত্তর-পূর্ব, উপকূলীয় অঞ্চলসহ দেশের অন্যান্য অঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় জনগোষ্ঠীর মাঝে অবিলম্বে প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণসামগ্রী (খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ, সহজে বহনযোগ্য রান্নার চুলা প্রভৃতি) সহায়তা প্রদানের জন্য আপনাদের অনুরোধ করা যাচ্ছে।

আরো বলা হয়, এ বিষয়ক ব্যয় ২০১৫ সালের ১০ জুন তারিখের সার্কুলার লেটার নং-০৬ এর মাধ্যমে জারিকৃত ফরম্যাট এর স্যোশাল প্রজেক্ট বা কমিউনিটি ইনভেস্টমেন্ট খাতের প্রযোজ্য উপখাতে প্রদর্শন করার জন্যও নির্দেশ দেয়া হলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply