‘বৈজ্ঞানিক উপায়ে’ অধিভুক্তি সমস্যা সমাধানের আশ্বাস দিলেন ভিসি

|

আগামী ১৫ দিনের মধ্যে ‘বৈজ্ঞানিক উপায়ে’ সাত কলেজের অধিভুক্তি সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান। বুধবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন তিনি।

এসময় ভিসি বলেন, অবৈজ্ঞানিক পদ্ধতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজকে যুক্ত করা হয়েছে। এটি সমাধানে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা সাত কলেজের সুষ্ঠু সমাধান ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষা হয় এমন বৈজ্ঞানিক উপায়ে এটির সমাধান করবেন।

গত তিনদিন ধরে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিসহ চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

অধিভুক্ত ওই সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

এদিকে অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করছে সাত কলেজের শিক্ষার্থীরাও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply