চালকের আসনের নিচে হাজার হাজার ইয়াবা

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:
মাদারীপুরে সাড়ে ১২ হাজার পিচ ইয়াবাসহ আয়উব আলী নামে একজনকে আটক করেছে র‌্যাব ৮। মঙ্গলবার ভোরে মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আচমত আলী খান সেতুর টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আয়উব আলী ঝালকাঠির সদর উপজেলার মুরাসাতা গ্রামের মৃত কাশেম আলী হাওলাদারের ছেলে।

মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে চাঁদপুর-শরিয়তপুর হয়ে ইয়াবা আসছে এমন সংবাদের ভিত্তিতে মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আচমত আলী খান সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালায় র‌্যাব-৮ এর সদস্যরা। এ সময় চেকপোস্ট দিয়ে চলন্ত একটি পিকআপ ভ্যান থামানো হয়। পরে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে চালকের বসার সিটের নিচ থেকে সাড়ে ১২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ের কাজে জড়িতের ঘটনায় দুটি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড, নগদ ৫ হাজার টাকাসহ পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

আটককৃত আয়উব আলী বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করতো, উদ্ধার হওয়ায় এই ইয়াবার বাজার মূল্য সাড়ে ৩৭ লাখ টাকা বলেও জানিয়েছেন র‌্যাবের কর্মকর্তা তাজুল ইসলাম।

এদিকে এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply