আসিফের মামলার প্রতিবেদন আবারও পেছাল

|

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ আগামী ১১ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

মামলাটির তদন্ত কর্মকর্তার প্রতিবেদন মঙ্গলবার জমা দেয়ার কথা থাকলেও এদিন তিনি প্রতিবেদন দাখিল করতে পারেননি।

এ জন্য ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ঘোষণা করেন।

২০১৮ সালের ৪ জুন সন্ধ্যায় গীতিকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন তেজগাঁও থানায় আসিফের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় আসিফ ছাড়া আরও চার-পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

৫ জুন দিনগত রাত দেড়টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আসিফকে এফডিসির কাছের অফিস থেকে গ্রেফতার করে।

৬ জুন কণ্ঠশিল্পী আসিফকে ৫ দিনের রিমান্ড ও জামিনের উভয় আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। পাঁচ দিন কারাভোগের পর ১১ জুন আদালত আসিফের জামিন মঞ্জুর করেন এবং সেদিনই তিনি মুক্তি পান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply