হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু

|

হিলি প্রতিনিধি
দীর্ঘ এক বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে ভারত থেকে কাঁচামরিচ আমদানি। দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যার কারণে আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং দাম বেড়ে যাওয়ায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।
এতে দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং দামও কমে আসবে বলে মনে করেন হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। ২০ জুলাই থেকে শুরু হয়ে গেল তিনদিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৭০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি কেজি কাঁচামরিচ আমদানির বিপরীতে ২১ টাকা শুল্ক কর কাস্টমসে পরিশোধ করতে হচ্ছে।

হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে ভারত থেকে আমদানি করা এসব কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা কেজি দরে। আমদানি শুল্ক তুলে নেয়া হলে কাঁচা মরিচের দাম আরও কমবে বলে মনে করেন বন্দরের ব্যবসায়ীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply