যমুনায় পানি কমলেও দুর্ভোগ কমেনি

|

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে যমুনা নদীর পানি কমলেও দুর্ভোগ কমেনি এই অঞ্চলের মানুষের। যমুনা নদীর পনি গত ২৪ ঘণ্টায় ৩০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও জেলার ৯টি উপজেলার ৪৪ টি ইউনিয়নের ৪০৫ট গ্রামের প্রায় সাড়ে তিন লাখ লোক পানিবন্দি হয়ে রয়েছে। এদিকে বেশ কিছুদিন যাবত পানিতে থাকায় পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বন্যা আক্রান্ত এলাকার মানুষ।

বন্যা দূর্গত এলাকায় প্রশাসনের পক্ষ ৯০০ মেট্রিক টন চাল ও ১৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে দাবি করছে বানভাসি মানুষ। এখনও ত্রাণ সহায়তার বাইরে রয়েছে বেশির ভাগ বন্যার্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply