সন্দেহ হলে আইনের হাতে তুলে দিন: আইনমন্ত্রী

|

কামাল হোসাইন,নেত্রকোণা

গুজবে কান না দিয়ে কাউকে সন্দেহ হলে আইনকে হাতে তুলে না নিয়ে তাকে আইনের হাতে তুলে দিন। আজ সোমবার দুপুরে নেত্রকোণা জেলা আইনজীবী সমিতির ৫তলা ভবন উদ্বোধন কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক একথা বলেন।

পরে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্যের সভাপতিত্বে আইনজীবীদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন আইনমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী, জেলা ও দায়রা জজ আবু মোঃ আমিমুল এহসান, আইন-বিচার ও সাংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব বিকাশ কুমার সাহা, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, জেলা প্রশাসক মঈনউল ইসলাম,পুলিশ সুপার জয়দেব চৌধুরী প্রমুখ।

পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক খান মুকুল সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আইনজীবী সমিতির সদস্যগণ।

সরকারী অর্থায়নে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় জেলা আইনজীবী সমিতির ৫তলা ভবন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply