তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ বাড়ালো ভারত

|

বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে ভারত সরকার গত মাসে দেশটিতে থাকার জন্য তিন মাসের অনুমতি দিয়েছিল।

তিনি টুইটারে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথকে তা বাড়িয়ে এক বছর করার অনুরোধ করেছিলেন।

অবশেষে তার সেই অনুরোধ রাখলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার কর্তৃপক্ষ তার ওই আবেদন মঞ্জুর করে। খবর এনডিটিভির।

বাংলাদেশি বংশোদ্ভূত এ সুইডেনের নাগরিক ২০০৪ সাল থেকেই তার রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়িয়ে ভারতে অবস্থান করছেন।

ভারতে নির্বাসিত ৫৬ বছর বয়সী এ বাংলাদেশি লেখিকা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা টুইটার বার্তাটি পাঠকের জন্য তুলে ধরা হলো- সম্মানিত অমিত শাহজি, আমার ভিসার মেয়াদ বাড়ানোয় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাঁচ বছরের ভিসা চেয়ে পেয়েছিলাম মাত্র তিন মাসের। আপনার জন্য তা পরে মেয়াদ বাড়িয়ে এক বছরের করা হয়।

এখন ভারতই আমার একমাত্র আবাস। আমি নিশ্চিত আপনারা আমাকে রক্ষা করবেন।

ইসলামবিরোধী লেখার জন্য ১৯৯৪ সালে ইসলামী দলগুলোর হত্যার হুমকিতে দেশ ছাড়ার পর আর বাংলাদেশে ফিরেননি বিতর্কিত এ লেখিকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply