অপরিবর্তিত দেশের বন্যা পরিস্থিতি, পানিবন্দি লাখো মানুষ

|

নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে থাকায় অপরিবর্তিত দেশের সার্বিক বন্যা পরিস্থিতি। কেবল জামালপুরেই পানিবন্দি প্রায় ১৩ লাখ মানুষ।

স্থানীয় প্রশাসনের হিসাবে, গেল এক সপ্তাহে বন্যা কবলিত ১১ জেলায় মারা গেছেন অন্তত ৫৭ জন। বন্যাকবলিত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট চরমে পৌঁছেছে। ত্রাণ দেয়া হলেও প্রয়োজনের তুলনায় তা কম। কিছু এলাকায় ত্রাণ না পৌঁছানোরও অভিযোগ রয়েছে। গেল ২৪ ঘন্টায় জামালপুরে যমুনার পানি কিছুটা কমলেও বেড়েছে টাঙ্গাইলে। কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানিও বিপৎসীমার ওপরে। তিস্তা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি কমতে শুরু করলেও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির উন্নতি নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply