ট্রাম্পের নিন্দায় মার্কিন প্রতিনিধি পরিষদে প্রতীকী ভোট

|

President Donald Trump gestures to the crowd as he arrives to speak at a campaign rally at Williams Arena in Greenville, N.C., Wednesday, July 17, 2019. (AP Photo/Carolyn Kaster)

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিসংশনের জন্য ভোটাভুটি হলো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে। বৃহস্পতিবার (১৮ জুলাই) ভোটগ্রহণ হয়।

সম্প্রতি কংগ্রেসের সংখ্যালঘু নারী আইনপ্রণেতাদের বিরুদ্ধে টুইটারে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন প্রেসিডেন্ট। যার কারণে বিশ্বজুড়েই বেশ সমালোচিত হন তিনি।

তারই ধারাবাহিকতায় অভিসংশনের প্রস্তাব তোলেন ডেমোক্র্যাটিক প্রতিনিধি এল গ্রিন। কিন্তু নিম্নকক্ষের ৩৩২ জন ভোটে অংশ নিলেও; প্রস্তাবের পক্ষে সমর্থন পরে ৯৫ জনের।

এর আগেও প্রেসিডেন্টকে অপসারণের দাবি তুলে ব্যর্থ হন গ্রিন। লক্ষণীয় বিষয়, বুধবার প্রতিনিধি পরিষদের সব সদস্য ছিলেন ভোটাভুটিতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply