তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১৬ অভিবাসন প্রত্যাশী নিহত

|

তুরস্কে অবৈধ অভিবাসীবাহী বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার তুরস্কে পূর্বাঞ্চলীয় ভ্যান প্রদেশের সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিভিন্ন দেশের এসব অভিবাসন প্রত্যাশীরা অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশের পাড়ি দেয়ার চেষ্টা করছিলো বলে জানায় তুর্কি প্রশাসন।

দেশটির বরাত দিয়ে জানানো হয়, বাসটি পাহাড়ি সড়কে চলার সময় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। ইরান সীমান্তের কাছের মুরাদিয়ে জেলা থেকে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে বাসটি যাত্রা শুরু করেছিল বলে জানানো হয়।

প্রশাসন জানায়, হতাহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। হতাহতরা আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে।

ইরান-তুরস্ক সীমান্তের ভ্যান প্রদেশ হয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমায় বিভিন্ন দেশের অবৈধ অভিবাসনপ্রত্যাশীরা। সাধারণত ওই মিনিবাসে ১৭ থেকে ১৮ জনের আসনের ব্যবস্থা আছে। কিন্তু বাসটিতে ৬৭ জন যাত্রীকে তোলা হয়েছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply