পাকিস্তানে আটক ভারতীয় গুপ্তচরের মৃত্যুদণ্ড স্থগিত

|

গুপ্তচরবৃত্তির দায়ে পাকিস্তানে আটক ভারতীয় নৌ-কর্মকর্তা কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত স্থগিত করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।

বুধবার দেয়া এক রায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত জানায়, অবসরপ্রাপ্ত ভারতীয় নৌ-কর্মকর্তার মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত পর্যালোচনা করতে হবে পাকিস্তানকে। কুলভূষণের সাথে ভারতীয় কনস্যুলার অফিসের কর্মকর্তাদের দেখা করার অনুমতিও দিয়েছে আইসিজে। রায়ে আরও বলা হয়, পাকিস্তান সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা পর্যন্ত কুলভূষণের মৃত্যুদণ্ড স্থগিত থাকা উচিত।

অপরদিকে, আন্তর্জাতিক আদালতের দেয়া রায়কে বড় বিজয় হিসেবে অভিহিত করেছে নয়াদিল্লি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার বিবৃতিতে বলেন, নিঃসন্দেহে আন্তর্জাতিক পরিমন্ডলে এটি ভারতের জন্য এক বড় বিজয়। রায়ের পর উল্লাসে মেতে ওঠেন ভারতীয়রা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply