ইইউ কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট হলেন জার্মানির উরসুলা

|

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ফন ডার লেন।

ইইউ সদস্যদের গোপন ব্যালটে মঙ্গলবার অল্প ভোটের ব্যবধানে উরসুলা প্রেসিডেন্ট পদে বিজয়ী হন। খবর বিবিসির।

এ বছরের ১ নভেম্বর কমিশনের বর্তমান প্রেসিডেন্ট জ্য ক্লদ ইউনকার স্থলাভিষিক্ত হবেন উরসুলা ফন ডার লেন।

কমিশনের সদস্যদের ৭৪৭ ভোটের মধ্যে উরসুলা পান ৩৮৩ ভোট। চার সদস্য এদিন অনুপস্থিত ছিলেন। অর্ধেকেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply