মানিকগঞ্জে বাল্যবিয়ের দায়ে ঘটক এবং বরকে কারাদণ্ড

|

???????????????????????

স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জঃ

মানিকগঞ্জে বাল্যবিয়ের প্রক্রিয়ার সাথে জড়িত থাকার অপরাধে ঘটক এবং বরকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে এই রায় প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক এবং মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন।

দণ্ডপ্রাপ্ত ঘটক ঢাকার ধামরাই উপজেলার চরবাউটিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে কাউসার হোসেন (৩৫) এবং একই গ্রামের হাসমত আলীর ছেলে বর ইব্রাহীম (২৮) ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ জেলা শহরের ডায়মন্ড প্লাজার নীচ তলার নিকাহ রেজিস্ট্রার কাজী মো. মনিরুজ্জামের অফিসে অভিযান পরিচালনা করেন। সেখানে দণ্ডপ্রাপ্ত ঘটক, বর-কনে এবং কনের পরিবারের সদস্যদের পাওয়া যায়। কনের বয়স ১৪ বছর এবং নবম শ্রেণৗর ছাত্রী হওয়ায় বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা লঙ্ঘনের দায়ে ঘটক এবং বরকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে কাজীকে পাওয়া যায়নি। তবে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন আরো জানান, লাইসেন্সের শর্ত ভঙ্গ করার অপরাধে এবং বাল্যবিবাহের দায়ে মানিকগঞ্জের ৪ জন নিকাহ রেজিস্ট্রারের নিকাহ রেজিস্ট্রি এবং তালাক রেজিস্ট্রি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তারা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাজী মো. শফিকুল ইসলাম ও বেতিলা মিতরা ইউনিয়নের কাজী মো. আব্দুস সালাম, ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের কাজী মো. সাইফুল ইসলাম এবং মানিকগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাজী সাইফুল্লাহ।

জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসক এস এম ফেরদৌসের নির্দেশনা অনুযায়ী চলতি মাসের ২ তারিখে জেলা রেজিস্ট্রার মুশতাক আহমেদ কর্তৃক এক পত্রের মাধ্যমে এই স্থগিতাদেশ জারি করা হয়। এসময় তাদের কাছ থেকে যাবতীয় কাগজপত্রও ফেরত নেয়া হয়েছে বলে জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply