বেতন ও পেনশনের দাবিতে পৌরসভা কর্মচারীদের অবস্থান ধর্মঘট

|

সরকারী কোষাগার থেকে বেতন ও পেনশনের দাবিতে দ্বিতীয় দিনের মতো প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন পৌরসভা কর্মচারী-কর্মকর্তারা।

আন্দোলনকারীরা জানান, ২৬২ টি পৌরসভায় ২ থেকে ৬৮ মাস পর্যন্ত তাদের বেতন বন্ধ থাকলেও দীর্ঘদিন ধরে কোন সমাধান পাচ্ছেন না। সরকারী কোষাগার থেকে বেতন নিশ্চিত না হওয়া পর্যন্ত সকল পৌরসভার কার্যক্রম বন্ধ রেখে প্রেসক্লাবে অবস্থান করবেন তারা।

বক্তরা বলেন, এমন অনেক পৌরসভার সৃষ্টি করা হয়েছে যাদের আয়ের উৎস নেই; কিন্তু কর্মচারীদের বেতন দেওয়ার নিয়ম করা হয়েছে নিজস্ব আয় থেকে। ৩২৮ টি পৌরসভার অধীনে স্থায়ী ও চুক্তিভিত্তিক প্রায় ৩৩ হাজার কর্মচারী কাজ করছেন, যাদের বেশিরভাগই বেতন পাচ্ছেন না দীর্ঘদিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply