ঘূর্ণিঝড় ‘অক্ষী’তে বিপর্যস্ত ভারত-শ্রীলঙ্কার উপকূল

|

ঘূর্ণিঝড় ‘অক্ষী’র তাণ্ডবে ভারতের দক্ষিণাঞ্চল ও শ্রীলঙ্কার সমুদ্র উপকূলীয় অঞ্চল পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন পর্যন্ত দেশ দু’টিতে ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, তামিলনাড়ু ও কেরালায় ঘূর্ণিঝড়ের আঘাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮ জন। গণমাধ্যম বলছে, ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারির পরও তীরে ফেরেনি ২৭০ জনের মতো ভারতীয় জেলে। তাদের অনুসন্ধানে নামানো হয়েছে নৌবাহিনীর বিশেষ উদ্ধারকারী দল।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তরাঞ্চলে লাক্ষাদ্বীপের দিকে সরে যাচ্ছে। তবে এর প্রভাবে বঙ্গোপসাগরে কয়েকদিন থাকবে গভীর নিম্নচাপ। ভারতীয় ভূখণ্ডে আঘাত হানার আগে শ্রীলঙ্কা উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়টি। প্রাণ হারান কমপক্ষে ৭ জন, এখনও নিখোঁজ আছেন ৫।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply