ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর বাধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

|

গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধায় নদ-নদীর পানি হুহু করে বৃদ্ধি ও প্রবল চাপে ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদ ও সদরের ঘাঘট নদীর বন্যা নিয়ন্ত্রণ বাধের তিনটি জায়গা ভেঙে গেছে। এতে আশপাশের নিম্নাঞ্চলের অন্তত ১০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। ডুবে গেছে বসতবাড়ি, পুকুরের মাছ, কাচা রাস্তাঘাটসহ ফসলের জমি।

সোমবার (১৫ জুলাই) রাত ২টার দিকে ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের কাতলামারী এলাকায় ২০ মিটার অংশ ভেঙে যায়। এছাড়া সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার ঘাঘট নদীর খোলাহাটি ও কুটিপাড়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাধের কিছু অংশ ভেঙে যায়। এরআগে, রবিবার দুপুরে সদরের গিদারি ইউনিয়নের বাগুড়িয়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাধের ৫০ মিটার অংশ ভেঙে গেছে।

এদিকে, ফুলছড়ির সিংড়া, সুন্দরগঞ্জের বেলকা, সদরের ব্রীজ রোড় এলাকা ও সাদুল্যাপুরের পুরাণ লক্ষীপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আরও কয়েকটি জায়গা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোন মুর্হূতে বাধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বাধ ভেঙে গেলে আরও বেশ কয়েকটি ইউনিয়নের অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply