অধ্যাপক ফারুকের বিরুদ্ধে মামলার হুমকির প্রতিবাদ

|

প্রাণ, আড়ং, মিল্কভিটাসহ ৫টি কোম্পানির দুধে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক নিয়ে গবেষণা প্রতিবেদন দেয়া শিক্ষক অধ্যাপক আ ব ম ফারুকের বিরুদ্ধে মামলার হুমকির প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

দুপুরে শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে প্রজন্ম ৭১ এর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও অংশ নেন। বক্তারা বলেন, অধ্যাপক আ ব ম ফারুক একজন সৎ ও গুণী শিক্ষক। তার গবেষণার বিরুদ্ধে করপোরেট সিন্ডিকেট ষড়যন্ত্র করছে। তারা বলেন, একজন ফারুকের পাশে সরকারও যদি না থাকে তাহলে দেশের গবেষণাখাত ও নিরাপদ খাদ্যের লক্ষ্য অর্জন ব্যাহত হবে। অধ্যাপক ফারুকের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।

সম্প্রতি গবেষণায় প্রাণ, আড়ং, মিল্কভিটাসহ ৫টি কোম্পানির পাস্তুরিত দুধে ক্ষতিকর অ্যান্টিবায়োটিকের উপস্থিতির রিপোট প্রকাশ করেন তিনি। এতে সেই গবেষণাকে মিথ্যা ও বিদেশি সিন্ডিকেটের বাজার দখলের অংশ বলে মন্তব্য করেছেন সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply